ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

তালেবানকে স্বীকৃতি পাওয়ার পথ বলে দিল পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩

তালেবানকে স্বীকৃতি পাওয়ার পথ বলে দিল পাকিস্তান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে কারো তাড়া নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

মঙ্গলবার নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনে সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারও তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর ওপর নজর রাখা।’

স্বীকৃতি চাইলে তালেবানকে এসব বিষয়ে আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে বলে মন্তব্য কোরেশি।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত