ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

চিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১

চিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি
দাবানলে ক্ষতিগ্রস্ত ভিনা দেল মার এলাকা। ছবি: সংগৃহীত

চিলির উপকূলীয় ভালপারাইসো অঞ্চলে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সবরকমের সহায়তা প্রদান করা হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

এটি চিলির স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার। শহরটির মেয়র জানিয়েছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই গ্রীষ্মের ছুটিতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন।

মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর দমকলকর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন। উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত