ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

কেটে দেওয়া হলো নারী পরীক্ষার্থীদের জামার হাতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৬:৪১

কেটে দেওয়া হলো নারী পরীক্ষার্থীদের জামার হাতা

পরীক্ষা দিতে এসেছিল নারী পরীক্ষার্থীরা। কিন্তু মহা বিপত্তি। কেন্দ্রে ঢোকার আগেই নারী পরীক্ষার্থীদের জামার হাতা কেটে দেওয়া হয়। কারণ নকল আটকানো। ভারতের বিহার রাজ্যের মুজাফফারপুর জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ললন প্রসাদ সিং জানিয়েছেন, একটি স্কুলে প্যারা মেডিকেলের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে৷ নকল আটকানোর জন্যই এ ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

ললন প্রসাদ আরও জানান, এ ঘটনার পর ওই স্কুলটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ এর পর ওই স্কুলে আর কোনও পরীক্ষার ব্যবস্থা করা হবে না৷

এ দিকে এমন ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত