ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পে আস্থা নেই মার্কিন নাগরিকদের!

ট্রাম্পে আস্থা নেই মার্কিন নাগরিকদের!

যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করেন না। এমনটা দাবি করেছেন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত নারী সদস্য প্রমীলা জয়াপাল।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রচার-দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে ট্রাম্প বলেছেন, তিনি কিছু জানেন না। প্রমীলা জয়াপাল মনে করেন, এ কারণেই প্রেসিডেন্টের প্রতি আস্থা হারিয়েছে সাধারণ মার্কিনীরা।

ট্রাম্পের প্রচার-দলের নেতৃত্বে থাকা পল ম্যানাফোর্ট সম্প্রতি ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ আইনজীবী রবার্ট মুলারের তদন্তে ম্যানাফোর্ট সহযোগিতা করবেন বলেও জানান। তার ঠিক পরেই ট্রাম্পকে নিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস সদস্যা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ জয়াপালই প্রথম ভারতীয় নারী সদস্য।

রবিবার তিনি এক মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিষয়টা (রুশ হস্তক্ষেপ) খতিয়ে দেখলেই বুঝবেন, কোনও এক জনের এতে ভূমিকা নেই। শীর্ষ পরামর্শদাতা থেকে শুরু করে যারা সরাসরি প্রচারের দায়িত্বে ছিলেন, অর্থাৎ প্রচার-ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রাক্তন আইনজীবী— প্রত্যেকেই দোষী সাব্যস্ত। তা হলে কেউ কী ভাবে বিশ্বাস করবে যে, প্রেসিডেন্ট কিছুই জানেন না!’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত