ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

‘মোদির আমলেই ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে ভালো’

‘মোদির আমলেই ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে ভালো’

ভারতে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের দাবি, মোদির পাঁচ বছরের শাসনামলেই ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে ভাল জায়গায় পৌঁছেছে। লোকসভা নির্বাচনের পর সেই সম্পর্ককে আরো দৃঢ় করাটাই এখন দু’‌দেশের প্রধান লক্ষ্য। গত বছর দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের পরই দু’‌দেশের সম্পর্কের আরো উন্নতি হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘‌মোদি ক্ষমতায় আসার পরই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের তুলনায় আরো ভালো হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ২০১৭ সালের জুন মাসে মোদির হোয়াইট হাউস সফর। তখনই দু’‌দেশের সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছিল। এরপর সম্প্রতি ভারতেরপররাষ্ট্র সচিব বিজয় গোখলের যুক্তরাষ্ট্র সফর সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে গিয়েছে।’

তিনি আরো বলেন,‘‌আসন্ন লোকসভা নির্বাচনে ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা একসঙ্গে কাজ করব। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উন্নত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সম্প্রতি পুলওয়ামা হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনার সময়ও ট্রাম্প প্রশাসনকে নয়াদিল্লির পক্ষে কথা বলতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র তখন একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছিলো।

এমনকি গত বুধবারও হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক মার্কিন কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতে আর কোনো হামলা হলে তাদের (পাকিস্তান সরকার) মারাত্মক পরিণতি বহন করতে হবে।

সূত্র: আজকাল এমএ/ ‌

  • সর্বশেষ
  • পঠিত