ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

গণতন্ত্র বাঁচাতে মমতাকে দ্বায়িত্ব নিতে বললেন বিজেপি নেতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১১:০২

মমতাকে কংগ্রেসের দ্বায়িত্ব নিতে বললেন বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের দ্বায়িত্ব নিয়ে গণতন্ত্র বাঁচাতে বললেন বিজেপির রাজ্যসভার এমপি সুব্রহ্মণ্যম স্বামী।

তিনি মনে করেন, বিজেপির একচেটিয়া রাজত্ব চললে বিপন্ন হবে ভারতের গণতন্ত্র। আর তাই মমতাকে ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী হতে বললেন বিজেপির এই নেতা।

ইউনাইটেড কংগ্রেস বলতে সুব্রহ্মণ্যম স্বামী- এনসিপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বুঝিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি দেখার পর আমার মনে হচ্ছে, দেশে একটাই দল বিজেপি থাকলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে।

এর একটি সমাধান দিয়ে স্বামী টুইটারে লিখেছেন, ইতালিয়ান ও পরিবারের লোকেরা বিদায় নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী করা হোক। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত এনসিপিরও।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত