ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

‘অবৈধ অভিবাসীদের তাড়াতে রবিবার থেকে অভিযান শুরু’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৫:১২

‘অবৈধ অভিবাসীদের তাড়াতে রবিবার থেকে অভিযান শুরু’

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ১৪ জুলাই থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্সির এবারের এই অভিযানের পরিধি বাড়ছে বলেও জানান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

প্রথম থেকেই অভিবাসনীতির প্রশ্নে কঠোর ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অভিবাসন বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা তুলে নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টায় ট্রাম্প। যদিও অবৈধ অভিবাসীদের তাড়াতে ট্রাম্প প্রশাসন বড় ধরনের অভিযানের পরিকল্পনা নেয় গত মাসে। তবে অভিযানের দিনক্ষণ ফাঁস হয়ে যাওয়ার পর তা স্থগিত করা হয়।

তবে এবারে আগেই ঘোষণা দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে আগেভাগে অভিযানের কথা প্রকাশ হয়ে গেলে অভিবাসীরা গ্রেফতার এড়াতে পারবে।

তিনি আরো বলেন, যেসব মানুষ অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে, আমরা বৈধভাবে তাদের বের করে দেবো।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই অভিযানকে লক্ষ্য হবে অপরাধীদের তাড়িয়ে দেওয়া।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আমেরিকার অন্তত ১০টি বড় শহরে এই অভিযান চালানো হবে। তবে অভিযানের সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত