ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৪:১৭  
আপডেট :
 ১৭ আগস্ট ২০১৯, ১৪:২২

ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি

ফের ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি শুরু হয়েছে। এতে ভারতের ল্যান্স নায়েক সন্দীপ থাপা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, শনিবার পাকিস্তান প্রথমে নওসেরা এবং রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু’পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাকিস্তানের তরফ থেকে প্রথম হামলা চালানো হয়। পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে ভারত।

মাত্র দু’দিন আগেই দু’পক্ষের গোলাগুলিতে ভারতের ৫ এবং পাকিস্তানের ৩ সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে গত ৫ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হঠাৎ করেই রাজ্যসভায় কাশ্মীরকে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল ঘোষণা করেন। এরপর থেকেই অনেকেই মনে করছেন কাশ্মীরকে ঘিরে আবারো যুদ্ধে জড়াতে চলেছে ২ প্রতিবেশি দেশ।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত