ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ওবামা-ট্রাম্পকে ছাড়িয়ে এক নম্বরে মোদি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১০:০৪

ওবামা-ট্রাম্পকে ছাড়িয়ে এক নম্বরে মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং প্রাক্তন সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবাকে হটিয়ে ইনস্টাগ্রামে এক নম্বরে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ক্ষমতদাসীন দল বিজেপির এক নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় এক সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমটি বলছে, এই মুহূর্তে ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির ফলোয়ারদের সংখ্যা ৩ কোটি। অন্যদিকে ২ কোটি ৫৬ লাখ ফলোয়ার্স নিয়ে জোকো উইদোদো রয়েছেন দ্বিতীয় স্থানে। ২ কোটি ৪৮ লাখ ফলোয়ার্স নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রয়েছেন তৃতীয় স্থানে।

আর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা ১ কোটি ৪৯ লাখ। ইনস্টাগ্রামে অনুরাগীদের সংখ্যা বিবেচনায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফলোয়ার্স সংখ্যা ৩০ লাখ। আর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মান চান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের রয়েছে ২২ লাখ ২৭ হাজার করে ফলোয়ার্স।

এদিকে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

প্রধানমন্ত্রী মোদির ফলোয়ার্স সংখ্যার হিসাব দিয়ে জেপি নাড্ডা টুইট করে বলেন, ‘ইনস্টাগ্রামে ৩০ মিলিয়নের বেশি ফলোয়ার্স প্রধানমন্ত্রী মোদি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও এগিয়ে তিনি। এটাও তার জনপ্রিয়তা এবং যুব সমাজের সঙ্গে যোগাযোগের প্রমাণ।’

কেবল ইনস্টাগ্রামে নয়, টুইটারেও বেশ জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদি। সেখানে তার ফলোয়ার্স ৫ কোটি।

প্রধানমন্ত্রী মোদি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। যে সমস্ত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন তার বিভিন্ন সময়ের ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। চলতি সপ্তাহে তামিলনাড়ুর মাল্লাপুরমে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার অনানুষ্ঠানিক বৈঠকের ছবিটি ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় হয়েছে।

মাল্লাপুরমের সমুদ্রতীরে মোদির আবর্জনা কুড়ানোর ছবিতে প্রায় ১০ লাখ মানুষ লাইক দিয়েছে। এর আগে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর পিভি সিন্ধুর সঙ্গে তার একটি ছবি ৪০ লাখের বেশি লাইক পেয়েছিলো। আর সোশ্যাল মিডিয়ায় এটিই মোদির সবচেয়ে জনপ্রিয় ছবি।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত