ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

গরু পালনে অপরাধ কমে!

গরু পালনে অপরাধ কমে!

গরুর পালনে অপরাধপ্রবণতা কমে! এমনটাই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভগবত। সংশোধনাগারে তাই গরু পালনের পরামর্শ দিলেন তিনি।

শনিবার ভারতের পুনের একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেন, এর আগে জেলের ভিতর গোশালা তৈরি করা হয়। বন্দিরাই তার দেখাশোনা করতেন। সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দিদের মধ্যে অপরাধ প্রবণতা কমেছে। আরো বেশি জেলে গোশালা তৈরি করে গবেষণা করা যেতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞানের বিষয় বলে জানান তিনি।

এর আড়ে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে সোনা থাকে। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়। লোকসভা নির্বাচনের সময় ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেন, গরুর শরীরে হাত বোলালে রক্তচাপ কমে। এমনকি গোমূত্রতে তার ক্যানসারও সারে বলে দাবি তার।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত