ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

দিল্লিতে উদ্ধার হলো ১৭০ কেজি গাঁজা, পুলিশ জানালো ৯২০ গ্রাম!

দিল্লিতে উদ্ধার হলো ১৭০ কেজি গাঁজা, পুলিশ জানালো ৯২০ গ্রাম!

মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৭০ কেজি গাঁজা উদ্ধার করে ভারতের তিন পুলিশ সদস্য ডিপার্টমেন্টে জানান মাত্র ৯২০ গ্রামের কথা। বাকি গাঁজা লুকিয়ে রাখেন গুদামে। তারপর অন্য মাদক ব্যবসায়ীদের কাছে লাখ টাকায় বেচে দেন সেই গাঁজা।

ঘটনাটি ভারতের দিল্লির জাহাঙ্গীর পুরি থানার।

জিনিউজ জানিয়েছে, অনিল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ কেজি গাঁজা উদ্ধার করে তিন পুলিশ সদস্য। কিন্তু বিভাগে জানান, মাত্র ৯২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, কিছুদিন পর মাদক ব্যবসায়ী অনিল ছাড়া পেয়ে যান। এরই মধ্যে ওই তিন পুলিশ সদস্য বাকি গাঁজা আরেকজন মাকদ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

কিন্তু গোপন সূত্রে উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। পরে ওই তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও কোন মাদক ব্যবসায়ীর কাছে ওই তিন সদস্য গাঁজা বিক্রি করেছেন তার তদন্ত শুরু হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলেই অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত