ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

পোশাকের রঙ ঝকঝকে রাখার রসায়ন

  অমিয়া হাশেম

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১৩:০৩  
আপডেট :
 ২১ নভেম্বর ২০১৭, ১৩:০৭

পোশাকের রঙ ঝকঝকে রাখার রসায়ন

ধোয়ার ফলে টেকসই রঙের কাপড়ের রঙও আস্তে আস্তে মলিন হয়ে যেতে থাকে। সুতি কাপড়ে এই সমস্যাটা হয় সবচেয়ে বেশি। এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা কাপড় ধোয়ার সময় ব্যবহার করলে আপনার প্রিয় রঙিন পোশাকটি ধোয়ার পরও একই রকম উজ্জ্বল থাকবে। জানতে হবে সহজ রাসায়নিক কৌশল-

ভিনেগারের ব্যবহার: রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিন। ভিনেগার কাপড়ের রঙ স্থায়ী হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে। ভিনেগার থেকে উটকো একটা গন্ধ আসলেও ধোয়ার পর আর সেটি থাকে না।

লবণ: নতুন সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ের রঙ নষ্ট হয়নি এবং রঙ ছড়িয়েও যায়নি।

এছাড়াও কাপড় ধোয়ার সময় কিছু সহজ নিয়ম মেনে চললে পোশাকের উজ্জ্বলতা ঠিক থাকার পাশাপাশি পোশাকটি টিকবেও অনেক দিন।

· বিভিন্ন রঙের কাপড় কখনোই একসাথে ভেজাবেন না।

· সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় ভেজাবেন না।

· নতুন এবং রঙ উঠতে পারে এমন কাপড় ঠাণ্ডা পানি দিয়ে ধোবেন।

· সব সময় কাপড় উল্টো করে ধোয়া এবং শুকাতে দেয়া ভাল।

· কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়।

· ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়ানো উচিত না।

· ব্রান্ডের পোশাকের লেবেলে পোশাকটি কীভাবে ধুতে হবে তা উল্লেখ করা থাকে। পোশাকটি ধোয়ার আগে একটু সময় নিয়ে লেবেলের নির্দেশনাটি পড়ে নিন।

সূত্র: ইন্টারনেট

  • সর্বশেষ
  • পঠিত