ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ঈদে উজ্জ্বল ত্বক পেতে হারবাল টিপস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৫:১৫  
আপডেট :
 ১২ জুন ২০১৮, ১৫:২১

ঈদে উজ্জ্বল ত্বক পেতে হারবাল টিপস

ঈদের তো আর দেরি নেই। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিন। আর বিশেষ করে ত্বকের যত্নে প্রস্তুতি থাকতে হবে সব থেকে বেশি। জেনে নিন ঈদে উজ্জ্বল ত্বক পেতে হারবাল কী কী উপাদান ব্যবহার করতে পারেন।

আঙুর

ত্বক ফর্সা করতে আঙুরের রস দারুণ উপকারি। কয়েকটি আঙুর নিয়ে মুখে আলতোভাবে ঘষুন। আঙুর বেটে ফেসপ্যাক তৈরি করেও মুখে লাগাতে পারেন।

শসার রস, গ্লিসারিন ও গোলাপ জল পরিমাণ মত শশার রসে মিশাতে হবে অল্প গ্লিসারিন আর গোলাপ জল। এই মিশ্রণ রোদে পোড়া ত্বকের জন্যে উপকারি। রোদে যাওয়ার আগে এবং বাসায় ফিরে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল থাকবে।

মধু ও দুধের সর মধু দুধের সরের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক হবে নরম আর উজ্জ্বল।

টমেটোর রস ময়লা, সূর্যের তাপ ও অবেহলার কারণে ত্বকের স্বাভাবিক মসৃণ ভাব কমে ত্বক রূক্ষ হয়ে যায়। টমেটোর রসের সাথে লেবুর রস মিশিয়ে নিয়মিত ত্বকে লাগালে ভাল ফল পাবেন।

গাজর গাজরের রস মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। গাজরের রস নিয়মিত মুখে লাগালে ত্বক সতেজ থাকবে এবং উজ্জ্বলতা বাড়বে।

মুলতানি মাটি, নিমপাতা, তুলসিপাতা, গোলাপ পাঁপড়ি এবং গোলাপ জল মুলতানি মাটি, গোলাপের পাপড়ি, নিম পাতার গুড়া, তুলসি পাতার গুড়া সামান্য গোলাপ জল বা লেবুর সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত