ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

মুখের ত্বকে যা কখনো ব্যবহার করবেন না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৬:৩৪

মুখের ত্বকে যা কখনো ব্যবহার করবেন না

ত্বকের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করি। কিন্তু শরীরের অন্য জায়গার থেকে মুখের ত্বক অনেক বেশি সেনসিটিভ হয়। তাই যা আমরা শরীরে ব্যবহার করি তার সব মুখে ব্যবহার করা যাবে না। বডি লোশন

শরীরের ত্বক মুখের ত্বকের চেয়ে পুরু হয়। তাই বডি লোশন শরীরেই ব্যবহার করতে হবে, মুখে নয়।

লেবু লেবুর অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে। তবে এটি মুখের ত্বকের পিএইচের ভারসাম্য ক্ষতিগ্রস্ত করে। তাই এটি ত্বকে ব্যবহার করবেন না।

গরম পানি গরম পানিতে গোসল বা বাষ্পে গোসল মুখের ত্বকের জন্য একেবারেই ভাল নয়। এটি মুখের ত্বককে শুষ্ক করে তোলে।

চিনি চিনি ত্বকের মৃতকোষ দূর করে ঠিকই, তবে তা ত্বকের নমনীয়তা কমিয়ে দেয়।

টুথপেস্ট অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করে থাকে। করেন। তবে এটি কেমিক্যাল বার্ন, স্কার্সের মত জটিলতা তৈরি করতে পারে।

বেকিং সোডা অনেকেই বেকিং সোডা ত্বকের মৃতকোষ দূর করতে ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এর ব্যবহারে ত্বকের ক্ষতি হয় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত