ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

শীতে শুষ্ক ত্বক স্বাভাবিক রাখবেন যেভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৪:৪৯  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৮, ১৫:০২

শীতে শুষ্ক ত্বক স্বাভাবিক রাখবেন যেভাবে

এসেছে শীত, আর তার মানেই তো শুষ্ক ত্বক। প্রয়োজন হবে বডি ওয়েল, ফেস ক্রিম, লোশনের মতো অনেক কিছুর। যাতে আপনার ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল। কিন্তু, ঘরোয়া কিছু উপাদান দিয়ে যদি ত্বক রাখতে পারেন মসৃণ তবে মন্দ কি। এখানে দেয়া হলো ঘরোয়া কিছু উপায় যা ত্বক স্বাভাবিক রাখার সহজ পদ্ধতি।

যা যা লাগবে

গ্লিসারিন ৫ ফোঁটা, গোলাপজল ২০ মিলিলিটার, ১টি আস্ত লেবুর রস। তিনটি উপাদান এক সঙ্গে মিশিয়ে একটি কাচের বোতলে রেখে দিন। ফ্রিজে রাখলে ভাল হয়।

বেশি ভাল ফল চাইলে, এই মিশ্রণের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন অল্প অল্প করে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুষ্ক ভাব কেটে গিয়ে আপনি হয়ে উঠবেন ঝলমলে।

এছাড়া যারা মেকআপ ব্যবহার করেন, তারা মেকআপ তুলে ফেলার পরে এই মিশ্রণ মুখে স্প্রে বা তা দিয়ে মুখ মুছে নিন। উপকার পাবেন।

  • সর্বশেষ
  • পঠিত