প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৩৫
মহাকালের আর্তনাদ

বেঁচে থাকার অভিপ্রায়ে মহাকালের পথ ধরে বহুবছর হেঁটে চলেছি,
পাখির পালকে ঝুলে থাকা জীবন নিয়ে!
মেঘের ওপর বসে থাকার আকুতি নিয়ে বছরের পর বছর ক্লান্তিহীন এই উদ্বিগ্নতা-
অথচ, আড়াল থেকে পাঁচিল টপকানোর কথা ছিলো বিষাদগ্রস্থ সময়ের।
কাঁচ ভাংগার শব্দে বার-বার জেগে ওঠা হয় কিন্তু
ভাংগার শব্দ কখনো হৃদয় ছুঁয়ে যায়নি।
নিরেট দুঃখ বোধের উপর ভর করে শ্রী খুঁজে যায় জীবনের এক ট্রেন।
বিষণ্নতার ভিড়ে চাপা পরছে অনায়াসগম্যের কিছু গতিশীলতা!
লুকিয়ে থাকা রক্তাক্ত হৃদয়ের আর্তনাদ জেনো না-
কভু, মহাকালের ভঙ্গুর পিচ ঢালা পথে আঁটকে রেখেছে শব্দহীন বেয়োনেট।
জীবন একটি ঘুমন্ত রদ্দুর, সেখানে অবসন্ন হৃদয়ের আর্তনাদে ভারী হয় মহাকাল।।
বাংলাদেশ জার্নাল/এইচকে