ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বিএসএমএমইউ’র অর্থ আত্মসাৎ মামলার চার্জশিট শিগগিরই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ১৮:১৮

বিএসএমএমইউ’র অর্থ আত্মসাৎ মামলার চার্জশিট শিগগিরই

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ভেন্টিলেটর ক্রয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট দিচ্ছে দুদক। ১০ বছর আগের করা মামলায় দুদক শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা।

চার্জশিটে অভিযুক্তরা হলেন, সাবেক উপ রেজিস্ট্রার ও আইসিইউ ভেন্টিলেটর ক্রয় কমিটির সদস্য সচিব ডা. কাজী এবাদুল্লাহ ও সিমেন্স বাংলাদেশ লি. এর মেডিকেল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন।

জানা যায়, একে অপরের যোগসাজশে ওকতাদী ইঞ্জিনিয়ার্স ও অসীম কন্সট্রাকশন এই দুটি প্রতিষ্ঠানের নামে মিথ্যা জাল কোটেশন প্রস্তুত করে তা সার্পোটিং কোটেশন হিসেবে দাখিল করে বৈধ হিসেবে ব্যবহার করেন। নিয়ম বহির্ভুতভাবে ৬টি আইসিইউ ভেন্টিলেটর ক্রয়ে ৭২ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করে নিজেরা লাভবান হওয়ায় কমিশন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত