ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

সিএমএসডির ৬ কর্মকর্তাকে দুদকে তলব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ০০:০৭

সিএমএসডির ৬ কর্মকর্তাকে দুদকে তলব
ফাইল ছবি

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

রোববার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, এই ছয় কর্মকর্তাকে ১৯ ও ২০ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এরা হলেন- সিএমএসডির উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির, সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অডিনেটর) ডা. জিয়াউল হক, ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদ।

এদের মধ্যে শাহজাহান, সাব্বির ও কবিরকে ১৯ জুলাই ও বাকিদের ২০ জুলাই হাজির হতে বলেছেন দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত