প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ২১:১৬
বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: আরো একজন গ্রেপ্তার
পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা চক্রের ফিরোজ নামে আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
|আরো খবর
শনিবার রাতে সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার সিটিজেন পাত্রীকে বিয়ে ও ব্যবসা দেখাশোনার জন্য পাত্রকে কানাডা রিয়ে যাওয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত চক্রের সদস্য গ্রেফতারকৃত ফিরোজ । সে ব্যাংক একাউন্ট খোলার দায়িত্তে নিযোজিত ছিলো।
উল্লেখ্য, পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১০ বছর ধরে এমন অপকর্ম চালিয়ে আসছে একটি চক্র।
প্রাথমিক অনুসন্ধানে সাদিয়া জান্নাত নামে ওই নারীর ২০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে সিআইডি। তারপর থেকে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযানে নামে।
আরো পড়ুন
পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে সুন্দরী সাদিয়ার অভিনব প্রতারণা
বাংলাদেশ জার্নাল/এসএস/আরকে