ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ জার্নালে যোগ দিলেন বিপুল হাসান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২১, ২০:৪৬

বাংলাদেশ জার্নালে যোগ দিলেন বিপুল হাসান
সাংবাদিক বিপুল হাসান।

প্রথিতযশা সাংবাদিক শাহজাহান সরদার সম্পাদিত জাতীয় দৈনিক বাংলাদেশ জার্নাল- এর অনলাইন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন বিপুল হাসান। প্রতিষ্ঠানটির শুরুতেও তিনি কাজ করেছেন।

৩ জুন বাংলাদেশ জার্নাল-এ যোগ দেয়ার আগে তিনি বাংলানিউজ২৪ ডটকম, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবজমিন, পূর্ব-পশ্চিম ডট নিউজ, আনন্দ আলো, অন্যদিনসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।

১৯৭৩ সালে নেত্রকোণা শহরে জন্মগ্রহণকারী বিপুল হাসান মরহুম হাজী মোফাজ্জল হোসেন ও মেহেরুনন্নেছা হোসেনের চার সন্তানের মধ্যে তৃতীয়।

বিপুল হাসান ঢাকার গুলশান মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও বিকম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন।

সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন সাবেক নাট্যকর্মী বিপুল হাসান। একসময় ঢাকা পদাতিকের সঙ্গে কাজ করেছেন তিনি। তার লেখা একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে।

এছাড়া নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের ৩০টি গানের অনুবাদ গ্রন্থ ‘নির্বাচিত বব ডিলান’ ও ‘ভয়াল ১৩’ নামে ১৩টি বিশ্বখ্যাত হরর (ভৌতিক) গল্পের অনুবাদ সংকলন প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত