ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পাঠকের মুখোমুখি কবি মীর রবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২১, ২৩:২৯  
আপডেট :
 ২৭ জুন ২০২১, ০০:০১

পাঠকের মুখোমুখি কবি মীর রবি
ছবি- নিজস্ব

রংপুরের লালবাগে ‘বইতরঙ্গ’র আয়োজনে পাঠকের মুখোমুখি হলেন কবি মীর রবি। শনিবার বিকেলে শুরু হওয়া এ লেখক-পাঠক আলাপন চলে সন্ধ্যা নামার আগ পর্যন্ত। ‘বুক সাইনিং ডে’ শীর্ষক আয়োজনে এই কবি কবিতা শোনান ও পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আড্ডায় রবি তার কবিতা নিয়ে পাঠকের মতামত শোনেন। উপস্থিত পাঠকরাও মীর রবির কবিতা আবৃত্তি করেন।

আড্ডায় তার কবিতা নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাহিত্য পত্রিকা ‘মননরেখা’র সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও নুরুজ্জামান খান। এ আড্ডা সঞ্চালনা করেন মাহমুদ হাসান পারভেজ।

‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮’ ও ‘বেহুলাবাংলা বেস্টসেলার বুক অ্যাওয়ার্ড ২০১৯’ প্রাপ্ত এই কবির প্রকাশিত কবিতার বই চারটি। ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’, ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’, ‘ক্রস মার্কার’ ও ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’ বই চারটি কবিতাপ্রেমীদের সেলফে বিশেষ জায়গা করে নিয়েছে।

তিনি কবিতার প্রকরণ, ব্যাকরণ ও প্রাঞ্জলতার পাশাপাশি সামঞ্জস্য মিথের শব্দগভীর ব্যবহার ও উত্তরাধুনিক কবিতা কাঠামো নির্মাণের জন্য সুনাম অর্জন করেছেন।

অনলাইন সাহিত্য পত্রিকা ‘ককপিট’র সম্পাদনা করছেন মীর রবি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ফিচার বিভাগেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত