রাজধানীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:২২

রাজধানীর হাতিরঝিল থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
|আরো খবর
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রশিকুল ইসলাম, মো. রুবেল ও মো. সাদ্দাম হোসেন ওরফে সম্রাট।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় হাতিরঝিল থানার মগবাজারের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি থেকে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এসএম হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে গোপনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে এসে ঢাকায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/রাজু