ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমদের জন্মদিন উদযাপিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৪:২৯

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমদের জন্মদিন উদযাপিত

ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) নির্বাচন পরিচালনা কিমিটর চেয়ারম্যান প্রবীন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমদের জন্মদিন আজ। শনিবার ডিআরইউ নির্বাচনে ভোট চলাকালে এ উপলক্ষে কেক কেটে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় দৈনিক বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও ডিআরইউ’র সাবেক দুই সভাপতি এবং বর্তমান সভাপতি উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শনিবার সকাল ৯টায় সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন ও রেডিওতে কর্মরত এক হাজার ৬৩৫ জন পেশাদার রিপোর্টার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রয়োগ করবেন।

২০২০ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও শেষ মুহূর্তে সভাপতি পদে রাজু আহমেদ ও শামসুল হক বসুনিয়া ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক জিয়াউল হক সবুজ, নারী সম্পাদক রীতা নাহার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন- নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন বিএফইউজের সাবেক সভাপতি এম শাহজাহান মিয়া, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংবাদিক নেতা এম এ আজিজ।

  • সর্বশেষ
  • পঠিত