ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘খাদ্যে ভেজাল বিএনপি-জামায়াতের দ্বারাই সম্ভব’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০১৯, ০০:২৪

‘খাদ্যে ভেজাল বিএনপি-জামায়াতের দ্বারাই সম্ভব’

খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেছেন, ‘এমন একটি রাজনৈতিক দল আছে যারা মানুষ পুড়িয়ে রাজনীতি করে, তাদের দ্বারাই সম্ভব খাদ্যে ভেজালের ব্যবসা করা।’

সোমবার জাতীয় সংসদ ভবনের মেম্বারর্স ক্লাব মাঠে তরীকত ফেডারেশনের ইফতার ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যে ভেজালকারী অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করারও দাবি জানান মোহাম্মদ নাসিম। বলেন, ‘১৪ দলের পক্ষ থেকে আমরা দাবি করছি, শুধু অর্থদণ্ড যথেষ্ট নয় এই ভেজালকারী নরপিশাচদের। তাদের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এরা কোনভাবে ক্ষমা পেতে পারে না।’

কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান ১৪ দলের মুখপাত্র। বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এর জন্য ১৪ দলের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অর্থনৈতিক শক্তি বাঁচানোর মুল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা যা করনীয় আপনাদের করতে হবে।’

বাঙ্গালি জাতীয়তাবাদ বিরোধী সকল ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। তিনি বলেন, ‘ইসলামের নামধারী যতগুলো রাজনৈতিক দল আছে, যারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রত্যেকটি দলের নামে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলা হবে। একইসঙ্গে হাইকোর্টে রিটও করা হবে।’

তিনি আরও বলেন,‘এইবার বর্ষবরণের সময় এক মৌলভী সাহেব বলে বসলেন, ‘ইসলামে এটার ইয়ে নেই’। বর্ষবরণে ইসলামের কি আছে, বাঙ্গালি জাতীয়তাবাদ বা জাতিসত্তা আমরা কোন ধর্মের কাছে বিকিয়ে দিতে যাই নাই। প্রত্যেক ধর্ম যার যার তার তার, এখানে ধর্মকে এনে আমার জাতীয়তাবাদ, আমার যে কর্মকাণ্ড এটাতে হস্থক্ষেপ করার অধিকার কাউকে দেয়া হয় নাই।’

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

বাংলাদেশ জার্নাল/টিও/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত