ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিচারহীনতার কারণে মানুষ হত্যা: নজরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১৬:২২

বিচারহীনতার কারণে মানুষ হত্যা: নজরুল

বিচারহীনতার কারণে দেশে দিন-দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে দিন-দুপুরে মানুষ হত্যা হচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, হত্যার বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারচ্ছে না। সরকার জনগণের মাথায় সিন্দাবাদের ভূতের মতো চেপে থাকবে আর জনগণ তা ঝেড়ে ফেলবে না, এটা হবে না। জনগণ নিশ্চয়ই এর বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয়ী হবে।

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই একসাথে গেঁথে আছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। একারণে সরকার তাকে মুক্তি দিতে বিলম্ব করছে।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্যে রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত