ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ড. কামালের প্রশ্ন

মানুষ কবে পাবে নিরাপদ জীবনের অধিকার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ২০:২৭

মানুষ কবে পাবে নিরাপদ জীবনের অধিকার
ফাইল ছবি

মানুষ কবে নিরাপদে জীবন যাপনের অধিকার পাবে, সরকারের উদ্দেশে এরকম প্রশ্ন রেখেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার রাজধানীর মিরপুর ৭ নম্বরের ঝিলপাড় বস্তি পরিদর্শনের সময় তিনি এ প্রশ্ন রাখেন। গতকাল শুক্রবার রাতে এই বস্তিতে আগুন লাগে। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন।

কামাল হোসেন বলেন, আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ তায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে। মানুষ কবে পাবে নিরাপদে জীবন যাপনের অধিকার?

লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিনাতিপাত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশা দাঁড়ানোর জন্য অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত