ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

চাইলেই কিনতে পারবেন মঙ্গলের মাটি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ০৪:৫৭

চাইলেই কিনতে পারবেন মঙ্গলের মাটি

এক কিলোগ্রাম মাটির দাম দুই হাজার টাকার থেকেও কম। গুরুত্বের হিসেবে দেখতে গেলে দাম খুব একটা বেশি না। দামে পোষালে অর্ডার করে ফেলতে পারেন আপনিও। তাহলেই আপনার জিম্মায় চলে আসবে মুঠো খানেক মঙ্গলের লাল মাটি!

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলগ্রহের মাটি এখন ক্রয়যোগ্য। কেনা যাচ্ছে অন্য কিছু গ্রহাণুর মাটিও। পরীক্ষামূলক ভাবে অভিনব এই উদ্যোগটি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা বা ইউসিএফ।

তবে এই মাটি মঙ্গলগ্রহ থেকে সরাসরি নিয়ে আসা নয়। নাসা'র ‘কিউরিওসিটি রোভার’ এর আনা মাটির নমুনা থেকে বিশেষ ফর্মুলায় বানানো প্রতিরূপ। বিজ্ঞানের জার্নাল ‘ইকারুস’ এ সম্প্রতি এই রাসায়নিক পদ্ধতি সংক্রান্ত এক গবেষণা প্রকাশিত হয়। তার ভিত্তিতেই বানানো হচ্ছে আসল মঙ্গলগ্রহের মতো অবিকল এই ‘নকল মাটি’। আর তা বিক্রি হচ্ছে প্রতি কিলোগ্রাম ২০ মার্কিন ডলার দামে।

বিজ্ঞানীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য খুব জরুরি। ভবিষ্যতে মঙ্গল অভিযানের জন্য নতুন পথ দেখাতে পারে এই মাটি।

  • সর্বশেষ
  • পঠিত