ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মাছের ত্বক দিয়ে পোশাক

  ফিচার ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:০৫

মাছের ত্বক দিয়ে পোশাক

রাশিয়ার সীমান্তবর্তী চীনের রাজ্য হেইলংজিয়াংয়ের তংজিয়াং শহরে হ্যাজেন সম্প্রদায়ের মানুষেরা মাছের ত্বক দিয়ে পোশাক তৈরি করেন। তবে সম্প্রতি সময়ে এ সম্প্রদায়ের লোকেরা পোষাক তৈরি কমিয়ে দিয়েছেন।

রাশিয়ার সীমান্তবর্তী চীনের রাজ্য হেইলংজিয়াংয়ের তংজিয়াং শহরে হ্যাজেন সম্প্রদায়ের মানুষজন বাস করেন।

গত শতকের ত্রিশ ও চল্লিশ দশকে জাপানিরা মাঞ্চুরিয়া দখল করলে ঐ সম্প্রদায়ের অনেককে হত্যা করা হয়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হ্যাজেন সম্প্রদায়ের জনসংখ্যা ছিল মাত্র ৩০০ জন। অবশ্য এখন সেটি বেড়ে হয়েছে প্রায় পাঁচ হাজার৷ ছবিতে হ্যাজেনদের একটি গ্রাম দেখা যাচ্ছে।

যেভাবে বানানো হয়

প্রথমে মাছের ত্বক ছাড়িয়ে শুকানো হয়। এরপর তা নরম করে জামাকাপড় তৈরি করা হয়। এতে সময় লাগে প্রায় এক মাস। আর সেলাই করতে লাগে আরো ২০ দিন।

হ্যাজেন সম্প্রদায়ের তরুণরা মাছের ত্বক দিয়ে পোশাক বানাতে তেমন আগ্রহী নন। এছাড়া হ্যাজেন সংস্কৃতিতেও আর নিত্যদিনের পোশাক তৈরিতে মাছের ত্বক ব্যবহৃত হয় না।

হ্যাজেন তরুণদের আগ্রহ কম থাকায় ওয়েনফেঙ স্থানীয় হান চীনা নারীদের মাছের ত্বক দিয়ে পোশাক তৈরির কৌশল শেখাচ্ছেন। এভাবে অন্তত ঐতিহ্যটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

ডিয়র, প্রাডার মতো ফ্যাশন ব্র্যান্ডগুলো মাঝেমধ্যে মাছের ত্বক দিয়ে বানানো পোশাক নিয়ে এসেছে। তবে তা এখনও বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত