ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

গুগল ম্যাপের বিকল্প সুবিধা নিয়ে হুয়াওয়ে’কে টমটম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১০:১৩

গুগল ম্যাপের বিকল্প সুবিধা নিয়ে হুয়াওয়ে’কে টমটম

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক নিষেধাজ্ঞার জন্য হুয়াওয়ের কাছে গুগল অ্যান্ড্রয়েড লাইন্সেন্স বিক্রি করছে না। এর ফলে হুয়াওয়ের নতুন ফোনগুলোতে গুগল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ ও গুগল পিকচার ব্যবহার করা যাচ্ছে না। তথ্য টেকটকডটকমের।

এ জন্য টমটম কোম্পানি হুয়াওয়ের ফোনে ম্যাপ, ট্রাফিক ইনফরমেশন ও সফটওয়্যার সেবা দেবে।

সম্প্রতি ফোনে লোকেশন সার্ভিসের সুবিধা দিতে হুয়াওয়ে নেদারল্যাল্ডের ম্যাপিং কোম্পানি টমটমের সঙ্গে চুক্তি করেছে। নেভিগেশনে সেবা প্রদানে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে টমটমের।

জানা গেছে, এই নিষেধাজ্ঞার কারণেই হুয়াওয়ে নিজস্ব প্রসেসর বেশি ব্যবহার করছে এবং স্যামসাং এর কাছ থেকে ডিসপ্লে বানাচ্ছে। এমনকি অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি’ তৈরি করেছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত