ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ভারতের বিপক্ষে খেলতে দেশ ছাড়ছে টাইগ্রেসরা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১২:২৪

ভারতের বিপক্ষে খেলতে দেশ ছাড়ছে টাইগ্রেসরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের পাটনায় চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের নারীরা। সে লক্ষ্যে আজ ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বিকেল সাড়ে তিনটায় প্রতিবেশী দেশটির উদ্দেশে রওনা হবে টাইগ্রেসরা।

এই সিরিজে ভারত ‘এ’, ভারত ‘বি’ ও থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চার জাতির এই টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নেই দলের সেরা অলরাউন্ডার রোমানা আহমেদের নাম। তবে এটি অন্য কোনো কারণে নয়, মূলত ইনজুরির কারণেই বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে রোমানা।

ভারত সফরে বাংলাদেশ নারী দল:

সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া ও সোবহানা মোস্তারি।

চার দলীয় সিরিজে বাংলাদেশের খেলার সূচি

১৬ জানুয়ারি – বাংলাদেশ বনাম ভারত ‘এ’, সকাল ১০টা

১৮ জানুয়ারি – বাংলাদেশ বনাম ভারত ‘বি’, সকাল ১০টা

২০ জানুয়ারি – বাংলাদেশ বনাম থাইল্যান্ড, সকাল ১০টা

  • সর্বশেষ
  • পঠিত