ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৪৭

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

অফিসার্স ক্লাব ঢাকা’র ২০২০-২১ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।

গতকাল (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসার্স ক্লাবে ভোট অনুষ্ঠিত হয়। শনিবার ভোর ৫টায় ফল ঘোষণা করা হয়।

মেজবাহ উদ্দিন ২ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১ হাজার ৬৪৫ ভোট।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৪৮৪। এদের মধ্যে ৪ হাজার ২৩৫ জন সদস্য ভোটে অংশ নিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২৩টি পদের মধ্যে ২২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে একটি, ভাইস চেয়ারম্যান পদে তিনটি, কোষাধ্যক্ষ পদে একটি, যুগ্ম-সম্পাদক পদে তিনটি এবং ১৪টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।

ভাইস চেয়ারম্যানের তিনটি পদে কে.এম. মোজাম্মেল হক, মো. আনছার আলী খান এবং এম. খালিদ মাহমুদ নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের তিনটি পদে মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অধ্যাপক ড. ফেরদৌসী খান এবং মো. আজহারুল ইসলাম খান জয় লাভ করেন।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডা. মো. আমিনুল ইসলাম, এম এ মাজিদ, জসীম উদ্দীন হায়দার, তানিয়া খান, মো. দেলোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, অধক্সাপক আশরাফুন নেসা রোজি, সুরাইয়া পারভীন শেলী, মুহাম্মদ সাকিব সাদাকাত, মো. আখতারুজ্জামান, রথীন্দ্র নাথ দত্ত, স্থপতি মীর মনজুরুর রহমান এবং ড. মো. জাকেরুল আবেদীন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত