ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জাতীয় দল নিয়ে পাপনের ক্ষোভ, কঠিন সিদ্ধান্ত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

জাতীয় দল নিয়ে পাপনের ক্ষোভ, কঠিন সিদ্ধান্ত

অনুর্ধ্ব-১৯ দলের সাফল্যে গর্বিত বাংলাদেশ। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও এর বাইরে নন। জুনিয়র দলের সাফল্যের দিনে তিনি জাতীয় দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জাতীয় দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিলেন।

টেস্টে ধারাবাহিক ব্যর্থতা ধরে রেখেছেন মুমিনুলরা। আকবর আলীদের বিশ্বজয়ের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ইনিংস হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়া গত দেড় বছরে ৬টি টেস্ট খেলে ৫টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে তারা। বাকি একটিতে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ইনিংস হার এড়াতে পারলেও পারেনি হার এড়াতে।

আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেন, তাদের মধ্যে জয়ের অনেক আগ্রাসী ভাব ছিল। তাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দেখে আমি অভিভূত। এখন থেকে তাদের প্রতি আলাদা যত্ন নেয়া হবে।

জাতীয় দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় দল নিয়ে পাপন বলেন, ‘যতই দিন যাচ্ছে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অবনতি হচ্ছে। এখন সময় এসেছে জাতীয় দলের কোচ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলার।’

  • সর্বশেষ
  • পঠিত