ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

মোদিকেও পেছনে ফেললেন বিরাট

মোদিকেও পেছনে ফেললেন বিরাট

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পিছনে ফেলে দিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। ভারতে তিনিই হলেন প্রথম ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিভাগে যার ফলোয়ার এত বেশি।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ছবিসহ ৯৩০টি পোস্ট করেছেন ভারত অধিনায়ক।

ফলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই মুহূর্তে বিরাটকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তি হিসাবে উল্লেখ করেছে। গ্লোবাল অ্যাডভাইসরি ফার্ম ডাফ এবং ফেল্পসের সমীক্ষা অনুযায়ী কোহলি ব্র‌্যান্ড ভ্যালুর বিচারে টানা তিনবার শীর্ষে রয়েছেন। গত এক বছরে তার ব্র‌্যান্ড ভ্যালু ৩৯ শতাংশ বেড়েছে।

ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় ভারতীয়দের মধ্যে বিরাটের পরেই রয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৯‌৯ লাখ । তিনে দীপিকা পাড়ুকোন। তার ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ।

এই তিন তারকার চেয়ে অনেক পিছিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ। তবে গোটা বিশ্বে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত