ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নাপোলির মাঠে মেসিদের হতাশার ড্র

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩২  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪১

নাপোলির মাঠে মেসিদের হতাশার ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। মঙ্গলবার ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নাপোলি। খেলার দ্বিতীয়ার্ধে গ্রিজমানের গোলে সমতায় ফিরে বার্সেলোনা।

ম্যাচে একের পর এক হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। বার্সার মেসি, বুসকেটস, গ্রিজমানের পাশাপাশি রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন নাপোলির মারিও রুই, ইনসাইনকেও। ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিদাল।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় নাপোলির হয়ে গোল পান মের্টেন্স। ডি বক্সে ঢুকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল। এই গোলে নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের তালিকার চূড়ায় থাকা মারেক হামসিককে (১২১) স্পর্শ করলেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের ৫০তম মিনিটে গ্রিজমানের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বুসকেটসের দুর্দান্ত এক পাস সামনে বাড়ান নেলসন সেমেদো। সেমেদোর বাড়ানো বল নিখুঁত নিশানায় জালে জড়ান গ্রিজমান।

এদিকে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আরেক খেলায় চেলসি-বায়ার্নের ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত