প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮
টেনিসকে বিদায় বললেন শারাপোভা
টেনিসকে বিদায় জানালেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা মারিয়া শারাপোভা। ‘ভোগ ও ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে নিজের লেখা একটি কলামে টেনিসকে বিদায়ের কথা জানিয়েছেন এই ৩২ বছর বয়সী রাশিয়ান তারকা।
|আরো খবর
অবসরের সিদ্ধান্তের পেছনে কাঁধের ইনজুরির পর তার শারীর আর আগের মতো সায় দিচ্ছে না বলে উল্লেখ করেছেন শারাপোভা।
২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডন শিরোপা জয় করেন শারাপোভা। সেটিই তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এরপর ইউএস ওপেন (২০০৬), অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮) ও ফ্রেঞ্চ ওপেন (২০১২, ২০১৪) জয় করেছেন।
২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শারাপোভা। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে টেনিসে ফেরেন। কিন্তু ফেরার পর ছন্দ খুঁজে পেতে বেশ যুদ্ধ করতে হচ্ছিল তাকে। সেই সঙ্গে ইনজুরিও বাধা হয়ে দাঁড়াচ্ছিল বারবার।
আরএ