ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নেতৃত্ব ছাড়লেও চ্যালেঞ্জ নিতে চান মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ১৫:২৮  
আপডেট :
 ০৫ মার্চ ২০২০, ১৬:১৭

নেতৃত্ব ছাড়লেও চ্যালেঞ্জ নিতে চান মাশরাফি

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে অধিনায়ক মাশরাফির শেষ হিসেবে দেখছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফিও একই কথা জানালেন। বললেন, এটাই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। অর্থাৎ, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়েই শেষ হবে অধিনায়ক মাশরাফি অধ্যায়। তবে খেলা চালিয়ে যাবেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকে আমি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ।’

পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক নির্বাচনের কথা বলেছেন বিদায়ী অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি আশা করব ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে যেন পরবর্তী অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়।’

তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলা থেকে অবসরের ঘোষণা দেননি বাংলাদেশ ক্রিকেটের সেরা এই অধিনায়ক। জানালেন, অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে চ্যালেঞ্জ নিতে চান মাশরাফি। তার মানে দলে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবেন মাশরাফি।

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল। জিম্বাবুয়ে সিরিজের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে বলে সরাসরি জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালেও খেলেছিল বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • পঠিত