ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

কোয়ারেন্টাইন থেকে পালালেন কিউই ফুটবলার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৬:৫৮

কোয়ারেন্টাইন থেকে পালালেন কিউই ফুটবলার

বিশ্বব্যাপী করোনা থাবা। এই পর্যন্ত বিশ্বে চার লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত। ১৬ হাজারের বেশি মানুষ করোনা থাবায় প্রাণ হারিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ছোবল মেরেছে করোনা। সেখানেই অজি ক্লাবের হয়ে খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ড জাতীয় দলের ফুটবলার টিম পেইন। করোনা রুখতে সব খেলোয়াড়দেরকেই বলা হয়েছে কোয়ারেন্টাইনে থাকতে।

তবে নিউজিল্যান্ডের ক্লাব ‘ওয়েলিংটন ফোনেক্স’র ফুটবলার পেইন সে নির্দেশনা মানেননি। এক সতীর্থের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকাকালীন মদ খেয়ে মাতলামো করতে থাকেন ২৬ বছর বয়সী পেইন। মাতলামির এক পর্যায়ে রাস্তায় ‘বাগি’ নামক ছোট গাড়িতে করে ঘুরতে থাকেন পেইন ও অলিভিয়ার সায়েল। করোনা প্রতিরোধে সবাইকে যখন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন একজন ফুটবলারের এমন উদাসীনতা ভালো চোখে দেখেনি অজি পুলিশ। গ্রেপ্তার না করলেও জরিমানা করা হয়েছে পেইন ও সায়েলকে। নিষেধাজ্ঞায়ও পড়ার সম্ভাবনা রয়েছে তাদের।

এমন বাজে ঘটনা ঘটানোর জন্য অবশ্য দুঃখ প্রকাশ করে পেইন বলেন, আমি সত্যিই খুব অনুতপ্ত। আমার কাজের জন্য লজ্জিত। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। মানুষ আমাদের কাছে শতভাগ ভালোটা আশা করে। আমাদের এমন করা উচিত হয়নি।

নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফোনেক্স অস্ট্রেলিয়ায় লিগ ‘এ’ এর ম্যাচ খেলতে গেছে। করোনার ভয়ে খেলা আপাতত বন্ধ থাকলেও করোনা প্রকোপ কমলে ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

  • সর্বশেষ
  • পঠিত