ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

আগে দেশ, পরে আইপিএল:‌ রোহিত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৩:২৯

আগে দেশ, পরে আইপিএল:‌ রোহিত

করোনাভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে ভারত। পিছিয়ে নেই দেশের ক্রীড়াজগৎও। থমকে গিয়েছে জনজীবন। সেটা স্বাভাবিক হলে তবেই আইপিএল নিয়ে কথা বলা উচিত বলে মনে করছেন রোহিত শর্মা।

ইনস্টাগ্রাম চ্যাটে আইপিএল নিয়ে রোহিতকে প্রশ্ন করেছিলেন ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল। রোহিতের জবাব, ‘‌আমাদের আগে দেশের কথা ভাবতে হবে। আগে এই পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। তারপর না হয় আমরা আইপিএল নিয়ে কথা বলব। সবার আগে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাটা জরুরি।’‌

দেশজুড়ে লকডাউনে বড় বড় শহরগুলো একেবারে শুনশান। মুম্বাইয়ের এই অপরিচিত ছবি প্রসঙ্গে রোহিত বলছেন, ‘‌আমি আগে কখনও মুম্বাইয়ের এরকম ছবি দেখিনি। তাছাড়া আমরা ক্রিকেটাররা সারা বছর পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারি না। ক্রিকেটের জন্যই দেশ–বিদেশ ঘুরে বেড়াতে হয়। এই সময়টা কাজে লাগিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। দারুণ একটা সুযোগ।’‌

এমনিতেই কাফ মাসলের চোটের জন্য গত দু’‌মাস ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন রোহিত। ধরে নেওয়া হয়েছিল ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের মঞ্চেই তাঁর প্রত্যাবর্তন ঘটবে। কিন্তু করোনার ধাক্কায় ভারতের এই কোটিপতি ক্রিকেট লিগ আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

  • সর্বশেষ
  • পঠিত