ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যেই ইউরোপে চলছে ফুটবল লিগ!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১২:১৬

করোনার মধ্যেই ইউরোপে চলছে ফুটবল লিগ!

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। বহু আগেই থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠের খেলাধুলা এখন বন্ধ। কবে নাগাদ আবারো মাঠে দেখা যাবে তারকাদের মিলনমেলা, তার কোন নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। কারণ প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মৃতের সংখ্যা বাড়ছে। এই মহামারী থেকে মুক্তির কোন পথ এখনো খুঁজে পাননি বিশেজ্ঞরা। কিন্তু এর মাঝেই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পুরোদমে ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে বেলারুশ।

ইউরোপের আর কোনো দেশেই খেলাধুলা হচ্ছে না। বেলারুশে ফুটবল চলায় গোটা বিশ্বের নজরে এসেছে দেশটি। গেল শনিবার দেশটির শীর্ষস্থানীয় লিগের ছয়টি ম্যাচও আয়োজন করা হয়েছে। তন্মধ্যে ছিল একটা বিগ ম্যাচ। ‘মিনস্ক ডার্বি’তে মুখোমুখি হয় এফসি মিনস্ক ও ডায়নামো মিনস্ক।

ম্যাচটিতে দর্শক সমাগমও ভালোই হয়েছে। হাজার তিনেক দর্শক ছিলেন গ্যালারিতে। দেশটির ফুটবল কর্তারাও জানিয়েছেন, লিগ আয়োজনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তারা। অন্যদেরও সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন দেশটির ফুটবল সংগঠকরা।

বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেঙ্কা অবশ্য করোনাভাইরাস নিয়ে অতটা উদ্বিগ্ন নন। করোনা মোকাবেলায় দেশের মানুষকে ভদকা খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাষ্ট্রপ্রধানের এমন নির্ভার থাকার কারণ, ইউরোপের অন্য দেশগুলোতে করোনাভাইরাসের বিষ-বাষ্প ছড়িয়ে গেলেও বেলারুশে খুব একটা ক্ষতি হয়নি। ৯৫ লক্ষ মানুষের দেশটিতে আক্রান্তের সংখ্যা এখনো তিন অংক ছোঁয়নি। এখন অবধি কেউ মারাও যাননি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

  • সর্বশেষ
  • পঠিত