ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

৩৫০ পরিবারের পাশে রুবেল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২০, ২১:০৯

৩৫০ পরিবারের পাশে রুবেল

করোনা্যুদ্ধে দ্বিতীয়বারের মত সামিল হলেন টাইগার পেসার রুবেল হোসেন। করোনাভাইরাসের এই মহামারির সময়ে আরও ৩৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছেন রুবেল।

করোনায় পুরো দেশ এখন লকডাউন। এতে করে ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে পুরো দেশের মানুষ। তাই টানা লকডাউনে সীমিত আয়ের মানুষরা পড়েছে বিপাকে। তাই তাদের সহায়তায় এগিয়ে এসেছেন টাইগার স্পিডস্টার। রুবেলের ত্রাণের মোড়কে থাকছে চাল, ডাল, তেল, সাবানের মত নিত্যপয়োজনীয় সামগ্রী।

এর আগেও পাঁচশরও বেশি পরিবার রুবেলের ত্রাণ সহায়তা পেয়েছিলেন। শুধু খেটে খাওয়া মানুষদেরই নয়, রুবেল খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নিজের ভাড়াটিয়াদের কাছেও। রুবেলকে পাশে পেয়ে দুঃসময়েও কিছুটা স্বস্তিতে আছেন তারা।

তাকে দেখে অন্যরাও যাতে অনুপ্রাণিত হন, সেজন্য জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের কার্যক্রমের কথা জানিয়েছেন। রুবেল বলেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মত বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি।

  • সর্বশেষ
  • পঠিত