ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

‘অস্ট্রেলিয়ানদের থেকে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২০, ২১:৩৪

‘অস্ট্রেলিয়ানদের থেকে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র’

করোনাভাইরাসের থাবায় সবার জীবন দুর্বিষহ। লকডাউন থাকায় চার দেয়ালের মাঝেই সময় কাটছে সবার। এমন সময় দেশবাসীকে বিনোদন দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একের পর এক লাইভ আড্ডায় মেতে উঠছেন সতীর্থদের সঙ্গে।

বুধবার তামিমের ফেইসবুক লাইভ আড্ডায় অতিথি হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আর সেখানেই এক সময় ডু প্লেসিস জানা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান তিনি। লাইভ চলাকালীন টাইগার দলপতি তামিম ইকবাল ডু প্লেসিসকে বলেন, ‘দেখো এবার তোমাকে কথা দিতে হবে যে সামনের বার তুমি আমাদের বিপিএলে খেলতে আসবে। এবং আমার দলে খেলবে।’

তামিমের সরাসরি এমন প্রস্তাবে রাখঢাক রাখলেন না ডু প্লেসিস। জানালেন তিনি বিপিএল খেলতে মুখিয়ে আছেন। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমি তোমাকে আগেও বলেছি আমি বিপিএলে খেলতে চাই। আমি জানি না এই বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সঠিক জায়গা কিনা। তবে আমি বিপিএলে এসে খেলতে চাই। আমি জানি এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট।’

বিপিএল সম্পর্কে ফাফকে তামিম বলেন, ‘বিপিএল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। আমাদের এখানে অনেক দর্শক হয়। আর স্টেডিয়াম ভরপুর থাকে।’ এরপর তামিম জিজ্ঞাসা করেন ডু প্লেসিস বিপিএল টিভিতে দেখে কিনা। জবাবে ডু প্লেসিস বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় বিপিএল দেখতে পারিনা কিন্তু আমি ক্রিকইনফো থেকে বিপিএল এর খবর রাখি। আমি আমার পরিচিত সকলের বিপিএলের খবর সবসময় রাখি।’

অবশ্য কেবল বিপিএলের দর্শকের কথাই বলেননি ডু প্লেসিস। সেই সঙ্গে গোটা বাংলাদেশের সমর্থকদের কথাও বলেছেন এই প্রোটিয়া। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার উচিৎ বাংলাদেশ আর ভারতের সঙ্গে দর্শকছাড়া খেলা। তোমাদের দর্শক দুর্দান্ত, ওরা অনেক আবেগি। বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার সমর্থকদের থেকে অনেক ভালো। আর সমর্থকদের জন্যই তোমরা অনেক এগিয়ে থাকো।’

  • সর্বশেষ
  • পঠিত