ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আগস্টেই টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ২১:০৯

আগস্টেই টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মাধ্যমে বাইশ গজে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এখনো বোর্ডের নির্দেশনায় কোন ক্যাম্প শুরু করতে পারেনি টাইগার ক্রিকেটাররা।

তবে এর মধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ঘর থেকে বের হতে শুরু করেছে ক্রিকেটাররা, নিজেদের মত করে চলছে স্কিল ট্রেনিং। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন আগস্টের মাঝামাঝিতেই কন্ডিশনিং ক্যাম্পে সবাইকে এক করতে চান। এই ক্যাম্পেইনের পরেই স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আয়োজন করবে বিসিবি।

জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পের জন্য ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত রেখেছে তারা।

এক ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘আমরা নির্বাচক প্যানেল ৩৮ জনের একটা পুল তৈরি করেছিলাম কন্ডিশনিং ক্যাম্পের জন্য। যখনই ক্যাম্প শুরু হবে প্লেয়ারদের ডাকা হবে। সাথে ২৬ জনের এইচপি ক্যাম্পের তালিকাও তৈরি আছে। করোনার কারণে এইচপিটাও আমরা এবার যথাসময়ে শুরু করতে পারিনি। আমি আশা করছি এইপি প্রোগ্রামটা আগস্টের মাঝামাঝি থেকে শুরু করতে পারি। আমাদের জাতীয় দল ‘এ’ দলের পাইপলাইন কিন্তু এই এইচপি।’

নান্নু বলেন, ‘ফলে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি এটা শুর করা যায় তবে একটা ধারাবাহিকতা থাকবে। আর ডিপিএল যদি শুরু হয় ওখান থেকে সেরা পারফর্মারদেরও আমরা অন্তর্ভুক্ত করবো এইচপিতে। আসলে সব নির্ভর করছে পরিস্থিতি কোন দিয়ে যায় সেটার উপর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্রিকেটাররাও মাঠে ফিরে দ্রুত মানিয়ে নিতে পারলে আমি মনে করি তাড়াতাড়িই আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারব।’

  • সর্বশেষ
  • পঠিত