ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপ স্থগিতে আইপিএলের অপেক্ষায় ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২০, ২০:১১  
আপডেট :
 ২২ জুলাই ২০২০, ১৭:৪৬

বিশ্বকাপ স্থগিতে আইপিএলের অপেক্ষায় ভারত

করোনা ভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতেই মহা আনন্দে আইপিএল আয়োজনের তোরজোর শুরু করে দিয়েছে বিসিসিআই। এ ব্যাপারে সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। এখন পর্যন্ত যা খবর, করোনার আবহে আরবে আমিরাতে হতে চলেছে টুর্নামেন্ট। সূচি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল শীঘ্রই বৈঠকে বসতে পারে।

করোনা ভাইরাসের মাত্রাছাড়া প্রভাবে ভারতে যে আইপিএল আয়োজন করা সম্ভব নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ইভেন্ট আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়ারও আভাস দিয়েছেন তিনি। আইপিএল চেয়ারম্যানের বক্তব্য, আরব আমিরাতের সরকার তাদের দেশে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে। কেবল ভারত সরকার রাজি হলেই ষোলোকলা পূর্ণ হবে বলেও জানিয়েছেন ব্রিজেশ প্যাটেল। তিনি বলেছেন, আগামী ১৪ দিনের মধ্যে আইপিএল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত জানা যাবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএল নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করতে আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। সেখানেই আইপিএলের সূচি নির্ধারণ করা হবে বলে আভাস দিয়েছেন কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

এক রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাসের আবহে আরব আমিরাতে আইপিএল শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ৭ কিংবা ৮ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত