ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

এখনো পাওনা বুঝে পায়নি বিপিএলের ক্রিকেটাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২০, ১৫:৫৯

এখনো পাওনা বুঝে পায়নি বিপিএলের ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স পেমেন্ট নিয়ে শুরু থেকেই ফ্রাঞ্চাইজিদের টাল-বাহানার অভিযোগ তুলেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। ফ্রাঞ্চাইজিদের টালবাহানায় ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছে বিসিবি। ২০১৮-১৯ মৌসুমের বিপিএল সম্পন্ন হয়েছে প্রায় ১৯ মাস আগে। তারপর আরো একটি বিপিএল শেষ হয়েছে।

অথচ, এখনো বিপিএল সিজন সিক্স-এ সিলেট সিক্সার্স ২ বিদেশি ক্রিকেটার নিকোলাস পুরানের ট্যাক্স বাদে ৩৫ হাজার এবং গুলবাদিন নাইবের ৩২ হাজার মার্কিন ডলার পরিশোধ করেনি। ফিকাকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে ক্রিকইনফো।

এমন খবরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, 'এটি বিসিবির জন্য উদ্বেগের বিষয়। বিষয়টাকে আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। কারণ বিসিবি এ ব্যাপারে দায়বদ্ধ। আমরা জানি যে কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের শর্ত পূরণ করেনি। খেলোয়াড়দের এজেন্টরা তা জানিয়েছে। এ ব্যাপারে সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলে পরিমাণ নির্ধারণের চেষ্টা করছি। আমরা যে ফ্র্যাঞ্চাইজিগুলি অর্থ প্রদান করেনি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও শুরু করেছি।'

  • সর্বশেষ
  • পঠিত