ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা স্থগিত করল বিসিবি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা স্থগিত করল বিসিবি

শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের দুইবার করোনা পরীক্ষার গাইডলাইন দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এতে ২২ সেপ্টেম্বর প্রথম কোভিড-১৯ টেস্ট করানো হয়।

আগামীকাল হওয়ার কথা ছিল দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা। কিন্তু সফর নিশ্চিত না হওয়ায় এখনই করোনা টেস্ট করাবে না বিসিবি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল টাইগারদের। বিদেশ ভ্রমণের নিয়ম অনুসারে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হয়। তবে সফর এখনও নিশ্চিত না হওয়ায় আর ২৭ সেপ্টেম্বর যাওয়া হচ্ছে না। সেজন্যই করোনা টেস্ট হচ্ছে না।

বিসিবি’র প্রধান চিকিৎসক বলেন, ‘কালকের (শুক্রবার) কোভিড -১৯ টেস্ট হচ্ছে না। ২৭ তারিখ যাওয়া না হলে তো ২৫ তারিখ টেস্ট করার কোনো মানে নেই। শ্রীলঙ্কা যাওয়ার নতুন কোনো তারিখ না পেলে দ্বিতীয় কোভিড-১৯ টেস্টের তারিখও বলতে পারব না। ’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত