ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভোটকেন্দ্রের বাইরে ‘হঠাও সালাউদ্দিন’ মানববন্ধন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ১৫:৫৪

ভোটকেন্দ্রের বাইরে ‘হঠাও সালাউদ্দিন’ মানববন্ধন

সকালে এজিএম শেষে দুপুর ২টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চার বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ২১ পদকে কেন্দ্র করে ৪৭জন প্রার্থী অংশ নিচ্ছেন এই নির্বাচনে।

নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। অন্যটি শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। এ ছাড়া আছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৭ জন।

অস্বস্তিতে সালাউদ্দিন-মুর্শেদী প্যানেল

এদিকে, নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে কাজী মো. সালাউদ্দিন বিরোধী মানববন্ধন চলছে। সোনারগাঁও হোটেলের সামনে সাবেক ফুটবলার কায়সার হামিদের নেতৃত্বে এক দল তরুণ প্লাকার্ড নিয়ে উপস্থিত হন। এবারের নির্বাচন শুরুর আগ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন বিরোধী বিভিন্ন পোস্ট চোখে পড়ছিল। রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে নতুন নেতৃত্বের দাবিতে মানববন্ধনও করতে দেখা যায়।

সুর পাল্টে ভোটের মাঠে বাদল রায়

কে হবেন বাফুফের উত্তরসূরি?

বাফুফে নির্বাচনের প্রার্থীরা

সম্মিলিত পরিষদ

সভাপতি: কাজী সালাউদ্দিন।

সিনিয়র সহসভাপতি: সালাম মুর্শেদী।

সহসভাপতি: কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভুঁইয়া মানিক।

নির্বাহী সদস্য: হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন, জাকির হোসেন চৌধুরী, মাহিউদ্দিন আহমেদ সেলিম, বিজন বড়–য়া, অমিত খান শুভ্র, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু।

সম্মিলিত পরিষদ

সভাপতি: প্রার্থী নেই

সিনিয়র সহ-সভাপতি: শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহাম্মদ মারুফ হাসান, আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

নির্বাহী সদস্য: আমিনুল হক মামুন, আবদুল ওয়াদুদ পিন্টু, টিপু সুলতান, মনজুরুল আহসান, মহিদুর রহমান মিরাজ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, আমের খান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, ফজলুর রহমান বাবুল, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান খান বাবলু, শাকিল মাহমুদ চৌধুরী, সৈয়দ মোস্তাক আলী মুকুল।

স্বতন্ত্র প্রার্থী

সভাপতি: শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।

সহ-সভাপতি: তাবিথ আউয়াল।

নির্বাহী সদস্য: শাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন, কাজী মো. রফিক, রায়হান কবির, সাইফুর রহমান মনি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত