ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিদেশি ক্রিকেটার ছাড়াই টি-টোয়েন্টি লীগ, খেলবেন সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৭:০২

বিদেশি ক্রিকেটার ছাড়াই টি-টোয়েন্টি লীগ, খেলবেন সাকিব

৫ দল নিয়ে ১৫ নভেম্বর থেকে, টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায়, বিসিবি। তবে কোনো বিদেশি থাকছেন না এই আসরে। নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় খেলবেন সাকিব আল হাসান। সমস্য ছাড়াই শেষ করতে পারাটা, প্রেসিডেন্টস কাপের বড় অর্জন, বলছেন বিসিবি বস নাজমুল হাসান।

প্রেসিডেন্টস কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো করোনাকালীন সময়ে ক্রিকেটারদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করে আসর আয়োজন করা। এখনো পর্যন্ত আসরের কেউই করোনা আক্রান্ত না হওয়ায় সেই চ্যালেঞ্জ উৎরে যাওয়ায় তৃপ্ত বিসিবি। সঙ্গে পেসার আর তরুণদের পারফরম্যন্স নজর কেড়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

ক্রিকেট মাঠে ফিরেছে। ওয়ানডে ফরম্যাটে কিছুটা হলেও নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। এবার ছোট্ট ফরম্যাটে প্রমাণের পালা। যার মঞ্চ টি টোয়েন্টি লিগ। কর্পোরেট প্রতিষ্ঠান আগ্রহ দেখা না দেখাক আগামী মাসেই শুরু হচ্ছে আসর তা নিশ্চিত।

এমাসেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। খেলবেন টি টোয়েন্টি লিগ। আসর শুরুর আগেই ঢাকায় পা রাখবেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার।

লিগে থাকছেননা কোনো বিদেশী ক্রিকেটার। ড্রাফট নয় প্লেয়ার্স বাই চয়েজ কিংবা লটারির মাধ্যমে হবে ক্রিকেটার বাছাই।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত