ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

প্রত্যাশিত জয় পেল এসি মিলান ও লেস্টারসিটি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১৫:৪৯

প্রত্যাশিত জয় পেল এসি মিলান ও লেস্টারসিটি

উয়েফা ইউরোপা লিগে প্রত্যাশিত জয় পেল লেস্টারসিটি ও এসি মিলান। তবে অন্য ম্যাচে হেরে গেছে হোসে মরিনিওর টটেনহ্যাম। এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে স্পার্তাকে আর এথেন্স এফসির বিপক্ষে ২-১ গোলে জিতেছে লেস্টার।

এদিকে চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্যারাগু খেলতে গিয়েছিল এসি মিলানের মাঠে। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল হোস্টদের। তবে ২৪ মিনিটেই লিড নিয়েছে মিলান। স্পার্তার জালে বল পাঠিয়েছেন ব্রাহিম দিয়াজ। এটাই প্রথমার্ধের একমাত্র গোল। ম্যাচের দ্বিতীয় গোল হয়েছে ৫৭ মিনিটে। লিড ডাবল করেছেন রাফায়েল লেয়াও। কিছুক্ষণ বাদে গোল হয়েছে আরও একটা। এবার প্রতিপক্ষের বল জড়ান দিয়াগো দালত।

ইউরোপা লিগের আরেক ম্যাচে বেলজিয়ামের ক্লাব আন্টরাপ এফসির বিপক্ষে খেলতে গিয়েছিল ইংলিশ টটেনহ্যাম হটসপার। পুরো ম্যাচে হোস্টদের বিপক্ষে দাপট নিয়েই খেলেছে হোসে মরিনিওর ছেলেরা। কিন্তু ২৯ মিনিটে স্পার্সের জালে বল জড়িয়ে দেন আন্টরাপের রেফায়েলভ। এই একটা গোলেই শেষ হয়েছে ম্যাচ। চেষ্টা করেও আর কামব্যাক করতে পারেনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপার।

অন্যদিকে গ্রীসের ক্লাব এথেন্স এফসির মাঠে খেলা ছিল আরেক ইংলিশ ক্লাব লেস্টারসিটি। ১৮ মিনিটে এথেন্সের বক্সে ফাউলের শিকার হন লেস্টার স্ট্রাইকার জেমি ভার্ডি। পেনাল্টি পেয়ে গোলটাও করেছেন ঐ ভার্ডি। ৩৯ মিনিটে লিড হয়েছে ডাবল। তবে লেস্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ৪৮ মিনিটে হোস্ট এথেন্স করেছে একটা গোল। তানকোবিচ কমিয়েছেন হারের ব্যবধান।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত