প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১৩:০৯
করোনার টিকা নিয়ে উচ্ছ্বসিত পেলে
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
|আরো খবর
তার জন্য দিনটি ছিল ‘অবিস্মরণীয়’ একটি দিন। কারণ ওই দিন করোনার টিকা নিলেন পেলে। ছবিতে দেখা যাচ্ছে, নীল-সাদা জামা পরে টিকা নিচ্ছেন পেলে। বাঁহাতের বুড়ো আঙুল দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আজকের দিনটা ভুলতে পারব না। টিকা নিলাম।’
ভক্তদের উদ্দেশে পেলে লেখেন, ‘এখনও মহামারি দূর হয়নি। যতক্ষণ না সবাই টিকা নিচ্ছেন, ততক্ষণ আমাদের সবার উচিত, শৃঙ্খলার মধ্যে থাকা। দয়া করে সবাই হাত ধোবেন। যতটা সম্ভব বাড়িতে থাকবেন। বাইরে বেরোলে মাস্ক পরতে ভুলবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা যদি অপরের কথা ভাবি, পরস্পরকে সাহায্য করি, তাহলেই এই পরীক্ষায় পাস করব।’
বাংলাদেশ জার্নাল/টিআই