ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

শেন ওয়ার্নকে ছাড়িয়ে রশিদ খান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২১, ২১:০৪

শেন ওয়ার্নকে ছাড়িয়ে রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে অন্যরকম রেকর্ড গড়েছেন আফগান স্পিনার রশিদ খান। ২০০০ সালের পর এক টেস্টে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। আবুধাবি টেস্টে রশিদ দুই ইনিংস মিলিয়ে মোট ৯৯.২ ওভার। এর মধ্যে প্রথম ইনিংসে ৩৬.৩ ওভার এবং দ্বিতীয় ইনিংসে ৬২.৫ ওভার করেছেন রশিদ।

প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন এই আফগান স্পিনার। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নিয়েছেন আরও ৭ উইকেট। ২০০০ সালের পর সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড এতোদিন দখলে ছিল শেন ওয়ার্নের। কিংবদন্তি এই অজি স্পিনার ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ৯৮ ওভার বোলিং করেছিলেন। এর আগে ২০০১ সালে মুত্তিয়া মুরালিধরন ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯৭ ওভার করেছিলেন।

২০০৩ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই কেন্ডি টেস্টে ৯৬ ওভার হাত ঘোরাতে হয়েছিল মুরালিধরনকে। ২০১২ সালে অ্যাডিলেড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৪ ওভার বল করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত